কালীগঞ্জ
ঝিনাইদহে অভিযানে ২০ মুদি দোকানিকে জরিমানা

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
দোকানে মূল্য তালিকা না থাকা, পাটের পরিবর্তে প্লাষ্টিকের বস্তা ব্যবহার ছাড়াও অস্বাস্থ্যকর নি¤œ মানের খাদ্য সামগ্রী বিক্রির অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে ২০ টি মুদি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন।
কালীগঞ্জের সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন জানান, শহরের হাটচাঁদনীর ভিতরের মুদি দোকানে নানা অব্যবস্থাপনা ও নি¤œ মানের খাদ্য দ্রব্য বিক্রির অপরাধে ২০ টি দোকানে অভিযান চালিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশের এস আই শরিফুল ইসলাম সে সময় সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।