হরিনাকুন্ডু
সুমনের সন্ধান চাই

এইচ মাহবুব মিলু , ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী সুমন (১৮) কে খুজে পাওয়া যাচ্ছ না। সুমন পৌরসভাধীন আদর্শপাড়ার তুফান আলীর পুত্র ।
শোকাহত পিতা জানিয়েছেন গত ৮ মে বুধবার সকাল ৯টায় সুমন বন্ধুদের কাছ থেকে পরীক্ষার সাজেশন আনার জন্য ঝিনাইদহে রওনা দেয়, সে আার ফিরে আসেনি, অনেক সন্ধানের পরও তাকে পাওয়া যায়নি।
সন্ধান পাওয়া মাত্র নির্ধারিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সুমনের পরিবারের সদস্যরা , মোবাঃ ০১৯৩৬৯২৬৮২৮ ।