ঝিনাইদহ সদর
ঝিনাইদহে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক ৩দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মৌসুমী সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র বিশ্বাস, সভাপতি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্্রীস্টান ঐক্য পরিষদ, প্রফুল্ল কুমার সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ পুজা উদযাপন কমিটি ঝিনাইদহ জেলা শাখা।
তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচীতে ১০৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে একটি করে সনদপত্র প্রদান করা হয়।