ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যানের বরণ ও বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের বরণ ও বর্তমান চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার শাম্মি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, বিদায়ী উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলার এ্যাসিল্যাল্ড ফাতেমাতুজ্জহরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাছুদ পারভেজ লিন্টন, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সূধীবৃন্দ।