মহেশপুর
ঝিনাইদহে ঈদে বজ্রপাতে কৃষকের মৃত্যু
![ঝিনাইদহে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2018/12/0-23.jpg?resize=780%2C470&ssl=1)
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ মহেশপুর উপজেলায় আব্দুল গাফ্ফার (৫২) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কৃষকের একটি গরুও মারা গেছে।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত গাফ্ফার উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের গেন্দু ফকিরের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের চোখকে বলেন, দুপুরে বাঁশবাড়িয়া গ্রামের মাঠে আব্দুল গাফ্ফার গরু চরাতে যান। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় তার একটি গরুও মারা যায়।