![](https://i0.wp.com/jhc24.com/wp-content/uploads/2019/06/Jhenidaher-Chokh-12.jpg?resize=730%2C415&ssl=1)
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহি নিহত হয়েছে। আজ খোর্দ্দ-খালিশপুর নামক স্থানে সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কোটচাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আলিম হোসেনের ছেলে বিপলু হোসেন (২০), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রানা (১৩)।
কোটচাঁদপুর ফায়ার স্টেশনের সাব-অফিসার প্রদীপ মন্ডল জানান, সকালে নিজ গ্রাম থেকে তিন মটরসাইকেল আরোহি খালিশপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে খোর্দ্দ-খালিশপুর নামক স্থানে পৌছালে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।