টপ লিডশৈলকুপা

ঝিনাইদহে আসামীর পলায়ন

এম মাহফুজুর রহমান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের চলন্ত মটরসাইকেল থেকে রহস্যজনকভাবে এক আসামী পালিয়ে গেছে। সে উপজেলার কুলচারা গ্রামের শহীদের ছেলে মো: আকাশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দুধসর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। খবরের সত্যতা স্বীকার করেছেন শৈলকুপা থানার সংশ্লিষ্ট এসআই এমদাদ।

তিনি বলেছেন, বৃহস্পতিবার বিকেল পোনে ৫টার দিকে পলাতক আসামী আকাশকে স্থানীয় ভাটই বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গত ৪ জুন শৈলকুপা থানায় দায়ের করা মটরসাইকেল চুরি মামলার আসামী। মামলা নং ৪।

তাকে গ্রেফতার করার পরে মটরসাইকেলে করে থানায় নিয়ে যাওয়ার পথে (ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক) দুধসর ব্রীজপার হওয়ার পরপরই লাফ দিয়ে পালিয়ে যায়। এসআই এমদাদের ভাষায় চলন্ত মটরসাইকেল থেকে যখন সে (আসামী আকাশ) লাফ দেয় তখন বিপরিত দিক থেকে একটি দ্রুতগতির বাস আসছিল। এ ঘটনার পরে সঙ্গে থাকা কনষ্টেবল মনিরকে নিয়ে ঘটনাস্থলের পাশে দুধসর মাঠে খোঁজাখুজি করেছেন বলে দাবি করেন তিনি।

এদিকে, মামলার বাদি শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের খলিল বিশ্বাসের ছোট ছেলে নাইমুর রহমান রুকু। তার বড় ভাই রোকনুজাজামান রোকন জানান, বিকেল পোনে ৫টার দিকে মোবাইল করে এসআই এমদাদ ভাটই বাজারে আসে। আসামী আকাশ বাজারেই ছিল। তাকে ধরে আনে স্থানীয়রা। রোকনের দেয়া তথ্য মতে, আকাশকে এসআই এমদাদ তার নিজস্ব লাল /কাল রংয়ের পালসার মটরসাইকেলের মাঝে বসিয়ে এবং পিছনে একজন কনষ্টেবলকে নিয়ে শৈলকুপা থানার দিকে চলে যায়। মাত্র কয়েক মিনিট পরে বিকেল ৫টার দিকে রোকনকে এসআই এমদাদ মোবাইল ফোনে জানায় যে, আসামী মটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনার বিষয়ে শৈলকুপা থানায় ৬ জুন যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ঘটনাটি দু:খজনক।

শৈলকুপা সার্কেলের নবনিযুক্ত সিনিয়র এএসপি আরিফুল ইসলাম বলেছেন, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আ্ইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button