ঝিনাইদহ সদর

ঝিনাইদহ পিবিআই’র সাফল্য, গ্রেফতার ৪

সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে চুরি হওয়া ২৫ লাখ টাকার একটি ট্রাক কুমিল্লা থেকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া পিবিআই অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পিবিআই’র পুলিশ সুপার আবু আশ্রাফ।

এ সময় পিবিআই’র ওসি আব্দুর রব ও অভিযানিক দলের এসআই সোহেল হোসেন উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে বলা হয় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রীমোহনী থেকে গত ১৬ জানুয়ারী জনৈক মশিউর রহমানের ২৫ লাখ টাকা দামের একটি ট্রাক চুরি হয়। ট্রাকটি খুুজে না পেয়ে ট্রাক মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। মামলাটি ডাকবাংলা পুলিশ ফাড়ির ইনচার্জ তৌহিদুল ইসলাম তদন্ত করে কোন ক্লু খুজে পায় না।

এক পর্যায়ে মামলাটি স্ব-উদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহন করে ঝিনাইদহ পিবিআই। গোপন সুত্রে খবর পেয়ে ট্রাকটি কমিল্লা এলাকায় বিক্রি হয়েছে বলে পিবিআই জানতে পারে। গত ২৮ মে অভিযানিক দলের এসআই ও তদন্ত কর্মকর্তা সোহেল হোসেন মুসল্লী বেশ ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখননগর এলাকার মসজিদে অবস্থান নিয়ে ট্রাকটি সনাক্ত করেন। স্থানীয় জিএন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ট্রাকটি উদ্ধারসহ চোর চক্রের সদস্য ঘুনাইঘর গ্রামের আকাতম আলীর ছেলে গাজী আব্দুল হান্নান ও ভাংগুড়া উপজেলার খাটাশ গ্রামের কালীপদ দেব নাথের ছেলে জীবন দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হন।

এর আগে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে যুবলীগ নেতা জাহাঙ্গীর ও ট্রাক চালক সুমনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তথ্য নেয় পিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button