ঝিনাইদহে কৃষকের সম্বল গরু চুরির হিড়িক
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে মাঝে মধ্যে কৃষকের গরু চুরির ঘটনা ঘটলেও গরুর মালিকরা চোর ধরতে না পারার কারনে চোরের কোন বিচার আজ পর্যন্ত হয়নি।
জানা যায়, গত সোমবার রাত ১টার দিকে রাঙ্গিয়ার পোতা গ্রামের নূরমুহাম্মদ এর গোয়াল ঘরে ঢুকে গরু খোলার সময় একই গ্রামের আমির হোসেন (৩০) কে হাতে নাতে ধরে গন ধোলায় দিয়েছে গ্রাম বাসি।
এদিকে ১ মাস আগে পোতাহাটির প্রতিবন্দী সোহোলের ১ লক্ষটাকার গরু চুরি হয়, উত্তর নারায়নপুর গ্রাম ব্রাকের সামনে থেকে দুই কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। রাঙ্গিয়ার পোতা গ্রামের এক কৃষকের চুরি হওয়া গরু চোরকোল গ্রাম থেকে উদ্ধার হয় । মাঝে মধ্যে চুরির ঘটনা কৃষকের জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনেছে।
এদিকে সরেজমিনে রাঙ্গিয়ার পোতা গ্রামে গেলে এলাকার মানুষ জানান এই চোরের বিচার হওয়া উচিত। এদিকে মেম্বর রুহুল আমিন জানান আমরা এর বিচার আশা করছি প্রশাসনের কাছে।
এদিকে ১নং সাধুহাটি ইউনিয়ানের চেয়্যারম্যন কাজী নাজির উদ্দিন জানান এলাকায় দিনদিন চুরির ঘটনা বেড়েই চলেচে তাই প্রশাসনের কাছে জোরালো দাবি চোর চারচক্রের হোতাদের চিন্নিত করে আইনের আওয়াতাই আনা হলে চুরি বন্ধ হবে ।