হরিনাকুন্ডু
ঝিনাইদহের আইভি উচ্চাঙ্গ সঙ্গীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ

মাহবুব মুরশেদ শাহীন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শামীমা আক্তার আইভি উচ্চাঙ্গ সঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বিরল গৌরব অর্জন করেছে।
বুধবার বেলা সাড়ে তিনটায় জাতীয় শিশু একাডেমিতে আয়োজিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইভির হাতে পুরুস্কার (স্বর্ণপদক) তুলে দেন।
আইভি হরিণাকুণ্ডু মডেল সরকারি প্রাথমিক বিদ্য্লায়ের পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী।
সে হরিণাকুণ্ডু পৌরসভার পারফলসী গ্রামের বাবুল আক্তারের কন্যা। তার বাবা ঝাউদিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং মাতা মেহেরুন্নেসা একজন সরকারি চাকুরে। সে সকলের দোয়া প্রার্থী।