ঝিনাইদহে প্রেমিকার বাড়ীতে প্রেমিক যেয়ে গ্যাড়াকলে

জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে প্রেমিকার বাড়ীতে যেয়ে কলেজ ছাত্র গ্যাড়াকলে পড়েছে।
এলাকাবাসী সূত্রে প্রকাশ, একতারপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহাগ খান(২২) যশোর এমএম কলেজের অনার্সের ২য় বর্ষের ছাত্র পার্শ্ববর্তী কানাইডাঙ্গা গ্রামের ১০ম শ্রেণীর এক ছাত্রীর সাথে গত এক বছর ধরে চুটিয়ে প্রেম করে আসছিল। ১১ই জুন রাতে সে প্রেমিকার ঘরে ঢুকলে বে-রসিক লোকজন আটক করে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে। গ্রামবাসী উভয়কে বিয়ে দিতে চাইলেও বাধা হয়ে দাড়ায় মেয়ের বয়স। জন্ম নিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৬ বছর। কিন্তু ১৮ বছর পূর্ণ না হওয়ায় আশা নিরাশ হয়ে যায়।
এদিকে স্থানীয় সরকারী দলের নেতারা ষ্ট্যাম্পে বিয়ের অঙ্গিকারনামায় স্বাক্ষর নিয়ে এ যাত্রা মীমাংসা করে। বিষয়টি স্থানীয় মেম্বার জহুরুল ইসলাম ও সাবেক মেম্বার আমজাদ হোসেন লেন্টু নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার ওসি(তদন্ত) আমান উল্লা জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়ের বাড়ীর সামনে শতশত উৎসুক জনতার ভীড় ছিল।