ঝিনাইদহে ফসলের সাথে শত্রুতা
লালন মিয়া, ঝিনাইদহের চোখঃ
ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম ঝিনাইদহ গ্রামে। পশ্চিম ঝিনাইদহ গ্রামের মৃত গনি মুন্সীর ছেলে ময়নাল মুন্সী ( ৫৫) ছোট্ট ঝিনাইদহ মাঠে ৮০ শতক জমিতে তরমুজের আবাদ করে। এক সপ্তাহ আগে এই ক্ষেত থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার তরমুজ বিক্রয় করেছে। আবার আরও এক চালান তরমুজ এক সপ্তাহ পর বিক্রয় করবে বলে ভাবছিল কৃষক ময়নাল মুন্সী। তাহাতে সে প্রায় লক্ষাধিক টাকার তরমুজ বিক্রয় করবে। সে আশায় গুড়ে বালি এরই মধ্যে গত শুক্রবার ১৩ই জুন দিবা গত রাত্রে কে বা কাহারা সমস্ত তরমুজ জমিতে কেটে টুকরা টুকরা করে ফেলে রেখেছে।
গান্না ইউনিয়ন আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ময়নাল মুন্সী জানায় যে কে বা কারা রাতের আধারে আমার ক্ষেতের সকল তরমুজ কেটে টুকরা টুকরা করে রেখে গেছে। কারা কেটেছে আমি জানতে না পারার কারনে প্রশাসনের নিকট কোন অভিযোগ করি নাই। তবে আমার কোন শত্রু হিংসা মূলক ভাবে আমাকে কিছু করতে না পেরে আমার মাঠের ফসল ক্ষতি গ্রস্ত করেছে। তবে এক সাথে অনেক লোক ছিল না হলে বেছে বেছে এই ভাবে সমস্ত তরমুজ বেছে বেছে এক জনের পক্ষে কাটা সম্ভব না।