ঝিনাইদহ সদরটপ লিড

বৃষ্টি নামাতে ঝিনাইদহে চলছে কাদা-মাটির খেলা

রিজভী ইয়ামিন, ঝিনাইদহের চোখ

বৈশাখের গরমে অতিষ্ঠ ঝিনাইদহ জেলার মানুষ, তীব্র রোদ ও অসহনীয় গরম বাতাসে অস্বস্তি সবখানে। স্বস্তি মিলছে না কোথাও। তাই গ্রামে গ্রামে চলছে কাদা-মাটির খেলা

চারিদিকে যখন রোদের দগ্ধতায় ওষ্ঠাগত প্রাণ , কিছুতেই যখন আর বৃষ্টি নামছে না , ঈশাণ কোণে কালো মেঘ জমে যখন আসছে না কালবৈশাখী ,জীবনদায়ের ফসলের মাঠ ফেটে যখন চৌচির, ক্লান্ত কাক যখন গাছের ছায়ায় ঝিম মেরে বসে একটু শিতল স্পর্শ খুজছে, তীব্র তাপদাহে কৃষক যখন ফসল রেখে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে।

তখনই ঝিনাইদহের পাগলা কানাই গ্রামের ছোট ছোট মেয়েরা দল বেধে কাদামাটিতে গড়াগড়ি করে গাইতে শুরু করেছে

বৃষ্টির গান….
কালো মেঘে হুড়ুম হুড়ুম রোদে মেঘে পানি,
মা চাচীরা রইদে মরলো দ্যাউরে আল্লাহ পানি।

সেই সঙ্গে মহিলারা চাল ডাল সবজি টাকা পয়সা দিয়ে শিননি রান্না করে করছে মানত । তারা বিশ্বাস করে এটা করলে বৃষ্টি নামবে।তা সেই বিশ্বসের পিছনে কেনো ভিত্তি থাকুক কিংবা নাই থাকুক। বৃষ্টি নামানের জন্য মানুষ বহূদিন ধরে শরানাপন্ন হয়েছে এমন সংস্সকৃতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button