শৈলকুপা পৌরসভার সংরক্ষিত উপ নির্বাচনে আনারসের বিজয়
#ঝিনাইদহের চোখঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৭,৮,৯ (সংরক্ষিত ৩) নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরুর প্রথম দিকে ভোটারদের উপস্থিতি একেবারেই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতির চিত্র একটু পরিবর্তন হলেও ভোটগ্রহণের শেষের দিকে এসে তা কমতে থাকে। সারাদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় এ উপ-নির্বাচনের ভোটগ্রহণ।
সংরিক্ষত আসনে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন স¤প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় সংরক্ষিত ৩ নং পৌর কাউন্সিলর পদটি বর্তমানে শূন্য ছিলো। যে কারণে এই পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ উপ-নির্বাচনে প্রার্থী ছিলেন ৩ জন। এরমধ্যে আনারস প্রতিকে লড়েছেন সাবেক সংরক্ষিত কাউন্সিলর রাশিদা খাতুন, চশমা প্রতিকে লড়েছেন সাবেক কাউন্সিলর রেনুকা খাতুন এবং বাস প্রতিক নিয়ে লড়েছেন করছেন জয়নাব বেগম।
ইতিমধ্যে সংরক্ষিত ৩নং আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৯৮৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতিকের রাশিদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতিকের রেনুকা খাতুন পেয়েছে ৯০৭ ভোট এবং বাস প্রতিকের জয়নাব বেগম পেয়েছেন ২২৭ ভোট। শৈলকুপা পৌরসভার সংরক্ষিত উপ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী রাশিদা বেগম।