#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর শহরের মেইন রাস্তার পাশে মাছবাজার গড়ে উঠায় পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকাবাসী বাজারটি স্থানান্তরের দাবি জানিয়েছেন।
দেশের অতি প্রাচীন পৌরসভার মধ্যে মহেশপুর একটি। শহরের কেন্দ্রস্থলে রাস্তার ধারে গড়ে উঠেছে ওই মাছ বাজারটি। প্রতিদিন সকাল ও দুপুরে মাছবাজার বসায় এখানে যানজট লেগেই থাকছে। ফলে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
অন্যদিকে মাছের গন্ধে পথ চলা কঠিন হয়ে পড়েছে। পরিবেশ হচ্ছে নষ্ট।
এলাকাবাসী পৌর কর্তৃপকে একাধিকবার বিষয়টি জানালেও অজ্ঞাত কারণে তারা নীরব রয়েছেন।
এ বিষয়ে পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, নতুন পৌর ভবনের সামনে কপোতা নদের ধারে পৌরসভার নিজ জায়গায় বাজারটি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত হাল ম্যাপ প্রকাশ না হওয়ায় ওই স্থানে জরিপ কাজ সম্পন্ন করা যাচ্ছে না। যে কারণে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।