সাক্ষাৎকার
ঝিনাইদহ ভিক্ষুক কমিটির সভাপতির সাক্ষাৎকার
#শিহাব মল্লিক, ঝিনাইদহের চোখঃ
দরবেশ আলী মোল্লা ( চেয়ারম্যান) ফকির কমিটি শৈলকুপা । ৩০ বছর এ পেশায় তার পথচলা। পৌরসভার সাতগাছি গ্রামের দুই সন্তানের পিতা দরবেশ আলী জানান বর্তমানে উপজেলা জুড়ে প্রায় ২ হাজার ফকির ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত রয়েছে।
কিছু নিয়ম মেনেই তারা ভিক্ষা করেন।
শর্তের মধ্যে- ভিক্ষা না পেলে গালাগাল করা যাবেনা,
গৃহস্থালি ফসল- টাকা পয়সা যে যা দেবে নিতে হবে,
বিনা দাওয়াতে খানা খাওয়া যাবেনা,
চুরি করলে আঙ্গুল কাটা হবে,
সচল ব্যক্তি কমিটিভুক্ত হবেনা,
যৌন অভিযোগে কঠোর সাজা,
বাল্যবিবাহের বিরোধীতা করা অন্যতম।
দরবেশ আলী’র অভিযোগ নামমাত্র সরকারি অনুদান খুবই অপ্রতুল সে কারনে ইচ্ছে থাকলেও জীবন বাঁচানোর তাগিদেই তাদের ভিক্ষা করতে হয়। তাছাড়া সম্মানের পেশা নয় বলেও স্বীকার করেন । সত্যিকার অর্থে তিনি সকল ভিক্ষুকদের পুন:র্বাসন চান।