ঝিনাইদহের ছেলে সুজয় বাংলাদেশের হয়ে হ্যান্ডবল খেলতে ৪ দেশে
#কামরুজ্জামান লিটন, ঝিনাইদহের চোখঃ
আমান মেহেদী সুজয় বাংলাদেশের একজন উজ্জলময়, ও উদিয়মান হ্যান্ডবল খেলোয়াড়। তিনি বাংলদেশের বিভিন্ন কাপে ভালো খেলোয়াড় হিসাবে ইতিপুর্বে নাম লিখেছেন।
আমান মেহেদী সুজয়, ঝিনাইদহের পাওয়ার ওয়াবদাহ পাড়ার মেহেদী হাসানের ও ফেরদৌস সাইলার পুত্র, তার দাদার নাম আইয়ুব হোসেন (অ্যাডভোকেট) ও দাদীর নাম নূরজাহান বেগম (প্রাক্তন মহিলা এমপি) ঝিনাইদহ।
জানা যায়, সুজয় বার্গেন কাপ নরওয়ে, পার্টিল কাপ সুইডেনের হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নেবে। প্যারিস ওয়ার্ল্ড গেমস ফ্রান্স এবং সানেস কাপ স্পেন ২০১৯ সাল থেকে ২৫ জুন থেকে ১৭ জুলাই, ২০১৯ সাল পর্যন্ত ঢাকা প্রতিনিধিত্বমূলক স্কুল “সানিডেল”, ঢাকা সরকারের প্রতিনিধিত্ব করে।
সুজয়ের বাবা মেহেদী হাসান জানান, জন্য দোয়া করবেন সে যেন দেশের হয়ে বিদেশে খেলে দেশের মুখ উজ্জল করতে পারে। এবং বাঙ্গালী জাতিকে গর্বীত করতে পারে। সে যেন নিরাপদ যাত্রা করতে পারে এবং ভালোভাবে দেশে ফিরে আসতে পারে।