#ঝিনাইদহের চোখঃ
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পিজিটি কোর্সে অধ্যয়নরত ইন্টার্ন চিকিৎসক এএসএম সাইদ সোহাগ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ওই চিকিৎসকের বড় ভাই শামীম সরোয়ার।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, সাইদ সোহাগ শেবাচিম হাসপাতালে ইন্টার্ন হোস্টেলের নিচতলার একটি কক্ষে থাকতেন। গত ২৩ জুন ভোররাতে তন্ময় নামের এক লোক মোবাইল ফোনে শামীম সরোয়ারকে জানিয়েছেন সাইদ সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে শামীম সরোয়ার প্রথমে তার ভাই সাইদ সোহাগের মোবাইল ফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
সাইদ সোহাগ ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার সরুপপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
নিখোঁজ হওয়ার ঘটনা এবং থানায় ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।
জিডির তদন্ত কর্মকর্তা একই থানার এসআই আরাফাত রহমান সমকালকে বলেন, ইন্টার্ন হোস্টেলের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সাইদ সোহাগ। তিনি কিছুটা অসুস্থ ছিলেন। খোঁজ-খবর নিয়ে জানা গেছে, সাইদ স্বেচ্ছায় কোথাও চলে গেছেন। তাকে খোঁজা হচ্ছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে খোঁজ-খবর নিয়ে দেখবেন।