ঝিনাইদহের আলেয়া বেগমের চিকিৎসার দায়িত্ব নিলেন পৌরমেয়র মিন্টু
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর আলেয়া বেগমের চিকিৎসার সকল দায়িত্ব নিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র সাইদুল করিম মিন্টু।
জানা যায়, মো: গণি মোল্লা তার সহধর্মিণী আলেয়া বেগমকে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়ে আসেন। সকল পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলেন চোখের অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশন করাতে তো অনেক টাকার প্রয়োজন, এত টাকা তিনি কোথায় পাবেন। তখন কোন উপায় না পেয়ে তিনি ছুটে আসেন সাইদুল করিম মিন্টুর কাছে।
মেয়র মিন্টু গণি মোল্লার সব কথা শুনে শুভ বিশ্বাসের উপর দায়িত্ব দেন সকল প্রকার খোঁজ খবর নেবার জন্য।
শুভ বিশ্বাস জানান, আজ গণি মোল্লার সহধর্মিণী আলেয়া বেগমকে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের ডাক্তার হালিমের কাছে নিয়ে গেলে তিনি নিশ্চিত করেন আলেয়া বেগমের চোখ অপারেশন করাতে হবে। এরপরেপৌর মেয়রকে বিষয়টি অবহিত করি। সাথে সাথে তিনি হাসপাতালে দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে চিকিৎসা শুরু করাতে বলেন। আগামীকাল সকালে ঝিনাইদহ চক্ষু হাসপাতালে আলেয়া বেগমের অপারেশন।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। আমাদের শতভাগ চেষ্টা থাকবে মানুষের জন্য শেষ রক্ত বিন্দু পর্যন্ত কাজ করে যাবার। আমার দরজা সবার জন্য খোলা। যে ইচ্ছে সেই আমার কাছে আসতে পারেন।