ঝিনাইদহ সদরটপ লিড
ঝিনাইদহে টিউবওয়েলকে ঘিরে রহস্য, দলে দলে আসছে মানুষ
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরের পূর্বপাড়ার খালের নির্জন মাঠের একটি টিউবওয়েলের পানি নিতে হাজার হাজার জনতার ভিড় জমছে। পূর্বে ভোররাত থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত স্থানীয় লোকজন পানি নিতে ভিড় জমলেও বর্তমানে দুরদুরান্ত থেকে হাজার হাজার লোকজনের সারাদিন ভিড় জমছে।
স্থানীয়রা জানান, গত রোজার পূর্বে ২ নং মধুহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাঠের কৃষকদের পানি পানির জন্য একটি টিউবওয়েল স্থাপন করেন। গত দিন ২০ আগে লোকমুখে আলোচনা আসতে থাকে, কে যেন স্বপ্ন দেখেছে এই টিউবওয়েলের পানি আর আশকেল ( দাতন) গাছের শিড়ক বাকল খেলে রোগ, বালা মছিবত দূর হচ্ছে। এরপর থেকেই ১/২ করে লোকজন বাড়তে থাকে। তবে বর্তমানে হাজার হাজার লোকজনের ভিড় জমছে।
পানি নিতে তালসার গ্রামের রহমান, সেলিম বলেন, তারা আত্নীয়ের মাধ্যমে জেনেছেন, একজন স্বপ্নে দেখেছে টিউবওয়েলের পানি খেলে রোগ ভালো হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে টিউবওয়েলের পানি নিতে। তাই আমরা দেখার জন্য এসেছি। সেই সাথে পানিও নিয়ে যাচ্ছি।
তবে কে স্বপ্নে দেখেছে তা খোঁজ করেও পাওয়া যায়নি।