মাঠে-ময়দানে

৪৪ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

#ঝিনাইদহের চোখঃ

চলতি বিশ্বকাপের শুরুতে খুব একটা ভালো করতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে নিজের আসল ছন্দটা খুঁজে পান নিজেদের শেষ দু’টি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

ভারতের বিপক্ষে ম্যাচে ১০ ওভার বল করে এক মেইডেনসহ ৫৯ রান দিয়ে ৫ উইকেট পান মোস্তাফিজ। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট পাওয়ার কীর্তি গড়েন তিনি। এরপর বিশ্বকাপে গ্রুপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভার বল করে ৭৫ রান দিয়ে ৫ উইকেট নেন কাটার মাস্টার। বিশ্বকাপ ইতিহাসে মোস্তাফিজ দ্বিতীয় বোলার হিসেবে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট নেন।

এর আগে ১৯৭৫ বিশ্বকাপে গ্যারি গিলমোর প্রথম এই কীর্তি গড়েন। সেই বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নেন এই অজি পেসার। আর মোস্তাফিজ নিলেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

এছাড়া প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ও সবমিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মোস্তাফিজ। তিনি অনার্স বোর্ডে নাম লেখানো ১২তম বোলার।

এর আগে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম ইকবাল ও পেসার শাহাদাত হোসেন রাজিব। তবে তারা দু’জনই নাম তুলেছিলেন টেস্ট খেলে। এবার মোস্তাফিজ অনার্স বোর্ডে নিজের নাম তুললেন ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে।

এছাড়া, ৮ ম্যাচে ২০ উইকেটে নিয়ে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button