হরিণাকুন্ডু আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা
#এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হুসাইন , ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিলু , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেশমা খাতুন , থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান , স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জামিনুর রশিদ , কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী , উপজেলা শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান , উপজেলা প্রকৌশুলি , নির্বাচন কর্মকর্তা মোঃ ন‚র উল্লাহ, পল্লী বিদ্যুৎ এজিএম শেখ আব্দুর রহমান সহ পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান , ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান , মোঃ মনজুরুল আলম , মোঃ গোলাম মোস্তফা , মোঃ নাজমুল হুদা পলাশ, মোঃ মোহাম্মদ আলী সহ কমিটির সদস্য বৃন্দ ।
সভায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন ও ইউ পি চেয়ারম্যান ফজলুর রহমান হরিণাকুÐুর প্রধান সড়কে ইজিবাইক সহ অন্য যানবাহনে টোল আদায় পরক্ষভাবে চাদাবাজির সামিল উলেখ করে টোল আদায় বন্ধের দাবী জানান এছাও থানা ডিউটির ও থানা পুলিশকে মাসিক টাকা দেওয়ার নামে যানবাহন প্রতি মাসিক ২০০ টাকা উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আহŸান জনান । এই প্রশ্নে থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন যানবাহন চলাচলে কোন টাকা পয়সা আমি গ্রহন করিনা, কিছু দিন প‚র্বে উর্ধতন কর্মকর্তার নির্দশে টোল আাদায় বন্ধের নির্দেশ দিয়েছিলাম আদায় বন্ধ ছিল কেয়ক দিন পরবর্তীতে আবার কর্মকর্তাদের নির্দেশে টোল আদায় চলছে ।
এছাড়াও সভায় বাল্যবিবাহ , মাদক সেবন সহ ক্রয় বিক্রয় বন্ধে করনিয় বষয়ে আলোচনা হয় ।