হরিণাকুন্ডুতে স্পিরিট রাখার দায়ে চিকিৎসককে জরিমানা
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে হরিণাকুন্ডুতে স্পিরিট রাখার দায়ে সাহেদ আলী নামের এক হোমিও চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে হরিণাকুন্ডু শহরের হলবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অিিধদপ্তর। এসময় তার দোকান থেকে ১ লিটার স্পিরিট উদ্ধার করা হয়। সাহেদ আলী হরিণাকুন্ডু গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হরিণাকুন্ডু উপজেলার হল বাজার এলাকার হোমিও চিকিৎসক সাহেদ আলী স্পিরিট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার অভিযান চালানো হয়। এসময় সাহেদ আলীকে আটক করা হয়। তার হোমিও দোকান থেকে ১ লিটার স্পিরিট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আদালতের বিচারক সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালিয়ে তার হোমিও ফার্মেসি থেকে ১ লিটার স্পিরিট উদ্ধার করা হয়। স্পিরিট রাখার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।