ঝিনাইদহের সবচেয়ে বড় দাড়িওয়ালা কী আনোয়ার হোসেন !
#মোস্তফা কামাল, ঝিনাইদহের চোখঃ
নাম তার আনোয়ার হোসেন পাটোয়ারী। বয়স আনুমানিক ষাট বছর। পেশায় একজন হকার। চোখে-মুখে চরম দারিদ্রতার ছাপ। তারপরেও থেমে নেই জীবণ। চলছে টেনে-হেঁছড়ে।
জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ভূপতি পুর গ্রামের মৃত নুরু পাটোয়ারীর ছেলে। ব্যাক্তিগত জীবনে ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় তিনি বেলুনসহ শিশুদের আকৃষ্ট করা নানা রকমের বাহারি খেলনা বিক্রি করেন। তার কাছে মাছ, উড়োজাহাজ, শিশুদের প্রিয় মটু-পাতলু সহ নানা ধরনের খেলনা পাওয়া যায়।
আরো জানা যায়, জীবন- জীবিকার তাগিদে তিনি এখনও এ বয়সে রিক্সায় প্যাডেল চালিয়ে কায়িকশ্রমের ঘানি টানেন।
আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, মাত্র ২ বছরের রাখা এই দাড়ি এখন মানুষের নজর কেড়েছে।
জিজ্ঞেস করলে তিনি জানালেন, অনেকটা ধর্মীয় অনুভূতি এবং চেতনায় তিনি দাড়ি রেখেছেন। তবে ২ বছর আগে রাখা এ দাড়ি তিনি কখনো কাটেননি। বাকী জীবনেও তিনি আর দাড়ি কাটবেন না বলে জানান। তবে বর্তমানে তিনি নিজের দাড়ির প্রতি বিশেষ যত্নশীল।