জমে উঠেছে ঝিনাইদহের মহেশপুর পুড়াপাড়া পশুর হাট
#ঝিনাইদহের চোখঃ
৬০ বছরের বেশি সময় ধরে চলে আসা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী পুড়োপাড়া পশুহাটটি ছিনতাই হয়ে গিয়েছিল। বাজারের গরুর খাটালগুলো খাঁ খাঁ করছিল।
জানা যায়, প্রভাব খাটিয়ে গরুর ব্যাপারী ও বিক্রেতাদের ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।পুড়াপাড়া বাজারের অনতিদুরে চৌগাছার মধ্যে আরেকটি পশুহাট বসানো হয়েছিল। কিন্তু দীর্ঘ প্রচেষ্টায় আমাদের ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিদুল ইসলাম ও তার আপন ভাই আমাদের সকলের আস্থাভজন উপজেলা চেয়ারম্যান পদ প্রর্থী জনাব হারুন উর রশিদের একান্ত চেষ্টায় আমাদের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল ঝিনাইদহ ৩- এর বিশেষ সহযোগিতায় আবারও জমে উঠেছে পুড়াপাড়া বাজার পশুর হাট।
দূরদূরান্ত থেকে আসছে ছোট বড় সব ধরনের গরু। আসছে সব ধরনের ব্যাপারী।
৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আঃ কাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করছি যাতে আমাদের পুড়াপাড়া বাজার পশুর হাটটি আবারও চালু করতে পারি।
তিনি আরও বলেন, আজ যাদের একান্ত চেষ্টায় গরুর হাটটি আমরা ফিরে পেয়েছি তাদের কে অসংখ্য ধন্যবাদ জানায়।