ঝিনাইদহের কোটচাঁদপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হাতুড়ী পেটা
#সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় জয়নাল খাঁন নামে এক কাঠ মিস্ত্রিকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা।
রোববার দুপুরে উপজেলার সাফদারপুর মোকসেদ মোড়ে এসবিএল বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এঘটনায় বাধা দিতে আসলে মজিবুল হক নামে আরও একজনকেও পিটিয়ে আহত করে বখাটেরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এলাকাবাসী জানায়, সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কলোনী পাড়ার কিছু বখাটেরা এসবিএল স্কুলের সামনে লক্ষিকুন্ড গ্রামের গোলাম খাঁনের পুত্র কাঠ মিস্ত্রি জয়নাল খাঁনের দোকানে বসে স্কুলগামী মেয়েদের কে ইভটিজিং করতে থাকে। বিষয়টি নিয়ে ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমানকে জানায়। পরবর্তিতে স্কুলের প্রধান শিক্ষক সাইফুর রহমান কাঠ মিস্ত্রি জয়নালকে দোকানের সামনে বখাটেরদের কে বসতে নিষেধ করেন। কাঠ মিস্ত্রি জয়নাল ওই ছেলেদের কে স্কুলের সামনে দাড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে।
পরে ৮/১০ জন বখাটে এসে কাঠ মিস্ত্রি জয়নালকে কাঠ ও হাতুড়ী দিয়ে পিটাতে থাকে। এঘটনায় মজিবুল হক নামে একজন বাধা দিতে গেলে বখাটেরা তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ইভটিজিং ও মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।