#ঝিনাইদহের চোখঃ
পাবনা থেকে শ্রমিকের কাজ করতে এসে ঝিনাইদহের শৈলকুপায় আকস্মিক বজ্রাঘাতে পিতাপুত্র একসাথে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরোও ৩ জন । মঙ্গলবার দুপুরে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামের মাঠে কাজ করার সময় এঘটনা ঘটে। নিহতরা হলো পিতা নুর ইসলাম মৃধা(৭০) ও ছেলে খাইরুল ইসলাম(৪২) । নিহত পিতাপুত্রের বাড়ি পাবনা জেলার চাটমোহর উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আকস্মিক বজ্রাঘাত ঘটে। ঘটনাস্থলেই বজ্রাঘাতে পিতাপুত্রের করুণ মৃত্যু ঘটে। এসময় তাদের সাথে কাজে নিয়োজিত আরো ৩জন শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলো পাবনার নিজাম উদ্দিণ(৬৮), শৈলকুপার আনন্দনগর গ্রামের দামি মালিতা(৫০) ও তার ভাতিজা সাব্বির মালিতা(১৬) ।
এদিকে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে শ্রমিমের কাজ করতে এসে বজ্রাঘাতে পিতাপু্ত্রের মৃত্যুর হয়েছে,তা আমি শুনেছি। আসলে পিতাপুত্রের একসাথে এমন মৃত্যু বড়ই হৃদয়বিদারক।