ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন শীর্ষক সেমিনার
#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে এডাব ঝিনাইদহ জেলা শাখা।
এডাব জেলা শাখার সভাপতি শিবু পদ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দীক। সার্বিক তত্বাবধানে ছিলেন এডাব জেলা শাখার সহ-সভাপতি শরিফা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোকলেদা খাতুন মীম।
এসময় বক্তারা, বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবজীহিতা নিশ্চিত, নিবন্ধন কর্তৃপক্ষ ও দাতার চাহিদা ছাড়াও সংস্থার অভ্যন্তরীন আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতি বৎসর সংগঠনের হিসাব নীরিক্ষা ফার্ম দ্বারা অডিটসহ নানা সুপারিশ তুলে ধরেন।