ঝিনাইদহ সদর

ঝিনাইদহে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায়ও স্যানেটারীটাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচি

#সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ

বৃহস্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ে “কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিকক্ষমতা সৃষ্টিতে স্যানেটারীটাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ” কর্মসূচির আওতায় ২দিনব্যাপী প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

“শেখ হাসিার বারতা নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ।মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের প্রগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা, রিহ্যাব বাংলাদেশ’র এজিম (টেইনার)গৌতম কুমার সেণ, রিহ্যাব বাংলাদেশ’র ম্যানেজার(টেইনার) মোঃ দেলোয়ার হোসেন ।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের প্রগ্রাম অফিসার খন্দকার শরীফা আক্তার। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম,ফৌজিয়া হক জুই, রোকেয়া খাতুন,সামিয়া রহমান প্রমূখ।দুটটি উপজেলার ৮জন উদ্দোগতা প্রশিক্ষন গ্রহন করছেন।ঝিনাইদহ সদর উপজেলার দুইুটা স্কুল ও কোটচাঁদপুর উপজেলার দুইুটা স্কুলে স্যানেটারীটাওয়েল বিতরন করা হবে।আলোচনা শেষে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ২দিনব্যাপী প্রশিক্ষন উদ্বোধন ঘোষনা করেন।উদ্বোধন শেষ দুহ জন টেইনার রিহ্যাব বাংলাদেশ’র এজিম গৌতম কুমার সেণ ও রিহ্যাব বাংলাদেশ’র ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন দুটটি উপজেলার ৮জন উদ্দোগতা কে প্রশিক্ষন দেন।

প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন,আমাদের কি করণীয়।আমরাও বসে থাকব না।এবং আমাদের নারীর ক্ষমতায়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অন্য একটি জায়গায় নিয়ে গেছে।মানে খুব বেশী গুরুত্ব দিয়েছে।এই কারনে ছোট একটি উদাহরণ ঝিনাইদহ জেলাতে ৬টি উপজেলা ফিতরে ৪জন নারী ইউএনও আছে।স¤প্রতি হরিনাকুন্ডু উপজেলাতে নারী ইউএনও যোগদান করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button