সন্তান আপনার, লেখাপড়া শেখানোর দায়িত্ব শেখ হাসিনার : এমপি চঞ্চল
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
সন্তার জন্ম দিয়ে বাবা হয়েছেন আপনি কিন্তু আপনার সন্তানের লেখা পড়ার দায়িত্ব শেখ হাসিনা সরকারের। বছরের প্রথম দিনেই আপনার সন্তানদের হাতে নতুন বছরের বই তুলে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সেই সাথে আপনার সন্তানদের উপবৃত্তির টাকা ও স্কুলের পোশাক তৈরি করতে দেয়া হচ্ছে টাকা। শুধু মাত্র শেখ হাসিনা সরকারের আমলেই সম্ভব।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইদ্রাকপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এ কথা বলেন।
ইদ্রাকপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন অর রশিদ, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন আহাম্মেদ, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইদ্রাকপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফকির আহাম্মেদ, ইদ্রাকপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তোয়াছির আলী, ঢাকার ধামরাইলের সেটেমেণ্ট অফিসার আতাউর রহমান, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, ডি,পি,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা শ্রমীকলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, শিক্ষক প্রতিনিধি রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, শিক্ষক মনিরুজ্জামান মনিক প্রমুখ।
এরপুর্বে ইদ্রাকপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।