ঝিনাইদহ সদর

স্বাস্হ্য ও সৌন্দর্য নিয়ে গবেষণা করছেন ঝিনাইদহের অনিমিথ

#ঝিনাইদহের চোখঃ

এ.কে.এস অনিমিথ- ঝিনাইদহের গর্ব। ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া নিবাসী অনিমিথ।

স্বাস্হ্য ও সৌন্দর্যকে সমৃদ্ধি করতে যিনি তার নিজস্ব চেতনা ও গবেষণা মূলক লেখা দিয়ে আনতে চাই নতুনত্বের জোয়ার।

ইতোমধ্যে তিনি রচনা করেছেন অনেকগুলো বই, যা বাংলাদেশ ছাড়াও চারটি দেশে পাওয়া যাচ্ছে।

চির যৌবনের উদ্যামতা ও প্রাণশক্তি যেন থাকে মানুষের মাঝে এজন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। কিশোর হতে বৃদ্ধ পর্যন্ত সবাই যেন থাকে স্বাস্হ্য ও সৌন্দর্য সচেতন এবং চির সবুজ যৌবনের শক্তিতে- এটাই মোঃ এ.কে.এস অনিমিথের মূলমন্ত্র।

১৯৬৪ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হওয়া ” খ্রিস্টিনভাল্মি ইন্টারন্যাশনাল একাডেমী অফ বিউটি ” থেকে তিনি বিউটিফিকেশন নিয়ে পড়া শেষ করে বর্তমানে “প্রোফেশনাল ডিপ্লোমা ইন কসমিটোলজি, লেবেল-৪” এ ভারতে পড়াশোনা করছেন। তিনি জানান এটা শেষ করে মার্চ,২০২০ এ সুইজারল্যান্ডের, ” কমিটি ইন্টারন্যাশনাল ডি এসথেটিকস এট দ্যি কসমিটোলজি ” ডিগ্রিটা অর্জন করতে যাবেন।

তিনি বলেন সৌন্দর্য সংশ্লিষ্ট সকল কিছু নিয়ে এ ডিগ্রিটা পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত সনদ। অনিমিথ চান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একই সাথে এগিয়ে যাবে এদেশের সৌন্দর্য জগত। দেশে ফিরেই তিনি স্বাস্হ্য ও সৌন্দর্য নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button