ঝিনাইদহ-যশোর মহাসড়কে নির্মানাধীন কালভার্টে ট্রাক আটকে ভোগান্তিতে যাত্রীরা
#শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ বলিদাপাড়া এলাকায় নির্মাণাধীন কালভার্টের দুই পাশেই দুটি ভারি যানবাহন আটকে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
বৃহঃবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী জানান, কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের বলিদাপাড়া এলাকায় একটি কালভার্ট নির্মানের কাজ চলছে। এর দুই ধারে যান চলাচলের জন্য মাটি দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়েছে। বৃহঃবার ভোর রাতে প্রবল বর্ষণে কারনে কালভার্টের বিকল্প একটি পথে যাওয়ার সময় ট্রাকটি কাদামাটিতে আটকে যায়। এতে মহাসড়কের দুই পাশেই সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত গাড়ি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালালেও দুপুর ১ টা পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক করতে পারেনি।
বাসে থাকা এক যাত্রী কারিবুল হোসেন বলেন, সকাল থেকে এখানে আটকে আছি। খুলনা যাবেন তিনি কিন্তু কখন যান চলাচল স্বাভাবিক হবে সেই চিন্তায় আছি। প্রচন্ড গরমে দুর্বিসহ সময় পার করছি। কালভার্টের কাজ চলছে তিন মাস ধরে কিন্তু এখনো কাজের কিছুই হয়নি ।
প্রতিদিন হাজার হাজার যানবাহন রাস্তার দু পাশে দীর্ঘ আটকে পড়ে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকে।