অন্যান্য

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#ঝিনাইদহের চোখঃ

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আবদুল জলিল (৭৪) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত রোববার (২৮ জুলাই) পবিত্র মদিনা আল মনোয়ারায় তিনি মারা যান।

তার পাসপোর্ট নম্বর বিএক্স০৯৬২১০০। গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দলদলিয়ায়।

গত ৮ জুলাই বেসরকারি আল আবরার এভিয়েশনের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের (এসবি ৩৮১৯) একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তিনি।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ২০ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ ও ২ জন নারী। এদের মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ৩ জন ও জেদ্দায় ১ জন মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button