বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত (ভিডিও সহ)
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ (ছেলে) প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহন করেন পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত খেলায় লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (মেয়ে) গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ধানহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ণ হয় নোয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময়, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব আজম ইকবাল ঝড়–সহ আরো অনেকে।
খেলা শেষে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।