ঝিনাইদহ শহরে দু:সাহসিক ডাকাতি ।। নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ শহরের পবহাটিতে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পবহাটি বিশ্বাসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারী মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তারা সবাইকে জিম্মি করে বাড়ির আলমারিতে থাকা ৫ টি স্বর্ণের আংটি, ২ টি কানের দুল, ১ টি হাতের বালা, একটি চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় তাদের বাঁধা দিলে মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তার শান্তনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ডাকাতদল পালিয়ে গেলে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে। আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় রাতেই।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, শহরের পবহাটি বিশ্বাসপাড়ায় দস্যুতার ঘটনা ঘটেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় থানাতে এখনো কোনো মামলা করা হয়নি