ঝিনাইদহ সাংসদের বাড়ীতে বিজয়ী-বিজিতের মিলন মেলা
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দীকী সমি’র নিজ বাসায় বিজয়ী-বিজিতের এক অভূতপূর্ব মিলন মেলা রচিত হলো।
গত ২৫শে জুলাই কাপাশাঠিয়া ইউনিয়নে উপ নির্বাচনে নির্বাচিত শরাফত দৌলা ঝন্টু ও পরাজিত মাহাবুব আলম দুই প্রার্থী সাংসদ সমি’র নিজ বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাংসদ সমি দুই নেতাকেই বুকে টেনে নিয়ে এক অনন্য নজীর স্থাপন করেন।
সাংসদ সকলেন উদ্দেশ্যে বলেন, মাঠে জয় পরাজয় থাকবেই। একটি কথা সবাই কে মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামীলীগ একটি পরিবার। আর আমরা সবাই এই পরিবারের সদস্য।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। শেখ হাসিনার নেতৃত্বে দেশে ধারাবাহিক ভাবে যে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। কোনোভাবেই উন্নয়নে বাধাগ্রন্থ না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্যঃ- কাপাশহাটিয়া ইউপিতে চেয়ারম্যান পদে শরাফত দৌলা ঝন্টু(নৌকা) প্রতীক নিয়ে ৭০৮৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহাবুব আলম ( চশমা)প্রতীক নিয়ে ৬৮৮৭ ভোট পেয়েছেন, ও খায়রুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়েছেন।
শরাফত দৌলা ঝন্টু ২০০ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।