কালীগঞ্জটপ লিড

ঝিনাইদহের কালীগঞ্জে ৩ প্রতিবন্ধী ভাইবোনের দুঃসহ জীবন-যাপন

#আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ

৩ প্রতিবন্ধি ভাই বোনের মধ্যে ভাই লিপন দাস সকলের বড় ,মেজো লিপিকা দাস আর সকলের ছোট শিমুল দাস।

https://www.youtube.com/watch?v=lt8BLAqHUTI&t=35s

তাদের মধ্যে লিপন দাসের এক পায়ে তেমন একটা শক্তি নেই। তার হাঁটুর নিচ থেকে পায়ের গুড়ালি পর্যন্ত ডানপায়ের অংশ ক্রমেই সরু হয়ে গেছে। প্রতিদিন নির্দিষ্ট গ্রুপের একটি ঔষধ না খেলে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। শরীর কেঁপে কেঁপে মাটিতে পড়ে যান। ঔষধ সেবনের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলতে পারেন। তবে পিচ্ছিল অথবা উচু নিচু পথে চলা তার জন্য অসম্ভব ব্যাপার।

এমন অবস্থাতেই তাকে পরিবারের হাল ধরতে হয়েছে। একটি ইঞ্জিনচালিত ভ্যান কিনে গ্রামের হাটখোলা থেকে মোবারকগঞ্জ চিনিকল গেট পর্যন্ত যাত্রী বহনের কাজ করেন।

এখান থেকে যে পয়সা রোজগার হয় তা দিয়ে সংসারের প্রতিবন্ধি ভাই-বোন স্ত্রী সন্তানের ৬ সদস্যের সংসার চালান। ছোট ভাই শিমুল দাস চিকন দুটি পায়ে ভর দিয়ে মাত্র ২০-৩০ গজ হেঁটে যাওয়ার চেষ্টা করলেও মাঝ পথে কয়েকবার আছড়ে পড়তে হয়। আর বোন লিপিকা দাসের বিছানা থেকে সোজা হয়ে বসার শক্তি নেই। এভাবে বিগত ১৮ বছর ধরে রয়েছে শয্যাশায়ী।

তারা ৩ ভাই বোন ঝিনাইদহ কালীগঞ্জের সিঙ্গী গ্রামের মৃত মনোরঞ্জন দাসের সন্তান। চিকিৎসার অভাব শারীরিক অক্ষমতা আর সাংসারিক অনটনে তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিনে ৩ ভাই বোনের ঝিনাইদহ কালীগঞ্জের সিঙ্গী গ্রামের বসবাসের বাড়িতে গেলে দেখা যায়, বাঁশের খুঁটির গাছের ডালপালা দিয়ে চারপাশ ঘেরা মাটি থেকে একটু উচু মেঝের পাশাপাশি দুটি ঝুপড়ি ঘর। একটিতে থাকে বড় ভাই আর অন্যটিতে শিমুল আর লিপিকা। বড় ভাই লিপন শয্যাশায়ী না হলেও লিপিকা আর শিমুলের অবস্থা করুণ। দেখা যায় এ ঝুপড়ি ঘরটির মধ্যে ছেড়া ময়লা পোশাকে প্রতিবন্ধি ভাই বোন সারাক্ষণ শুয়ে থাকে। ময়লা আবর্জনা আর স্যাঁতসেতে পরিবেশে তাদেরকে আরও রোগ বাড়িয়ে দিচ্ছে।

লিপন দাস জানান, ভাই বোনের মধ্যে তিনি সকলের বড়। ছোটবেলায় তারা সবাই সুস্থ ছিলেন। কিশোর বয়সে আসলেই শুরু হয় তাদের অসুস্থতা।
প্রথমে হাত এবং পায়ের শিরার সমস্যা দেখা দেয়। পরে এক সময়ে দুর্বল হয়ে পড়ে হাত পায়ে শক্তি কমে হাত পায়ের নিচের অংশ থেকে চিকন হতে শুরু করে। এ পর্যায়ে পঙ্গু হয়ে যায়।
তিনি বলেন, একদিন তিনি নিজেও সুস্থ ছিলেন। কিন্ত হঠাৎ একদিন ডান পায়ে শক্তি কমে যাওয়া অনুভব করলেন। পরে ক্রমেই অসুস্থ হয়ে পড়লেন। এরপর চিকিৎসার জন্য সাধ্যমত চেষ্টা করার পরও সুস্থ হতে পারলেন না।

চিকিৎসকরা বললেন শিরার সমস্যা এ রোগ একেবারে মুক্তি পাওয়া কঠিন ব্যাপার। তারপরও দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে পারলে চলাফেরা করার সক্ষমতা থাকবে। একদিকে ঘরে রয়েছে আরও অসুস্থ দুটি ভাই বোন। তাদেরও ডাক্তার দেখাতে হবে। আবার সংসারে অভাবের তান্ডব সবদিক মিলে নিজের আর বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়নি। এখন প্রতিদিন নির্দিষ্ট একজাতীয় ট্যাবলেট না খেলে পর দিন বিছানা থেকে উঠতে পারেন না।

যত কষ্টই হোক ভ্যানে যাত্রীবহনের জন্য রাস্তায় বের হতেই হবে। ৩ ভাই বোনের সম্পদ বলতে পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র ৪ শতক বসতভিটেই তাদের একমাত্র সম্বল।

বড় ভাই লিপন আরো জানান, এক পা ল্যাংড়া দেখেও আজ থেকে ১৮ বছর আগে মমতা রানী দাস তাকে বিয়ে করেন। বর্তমানে তাদের জয় ও জয়ন্তি নামের ২ শিশু সন্তান রয়েছে। মমতা গৃহস্থালীর কাজে পাশাপাশি বাড়িতে সেলাই মেশিনে কাজ করে সংসারে সহযোগিতা করেন। এছাড়াও বড় ভাবী হিসেবে প্রতিবন্ধি লিপিকা ও শিমুলের প্রতিও বেশ আন্তরিক।

ওই গ্রামের বাসিন্দা মঞ্জুরুল ইসলাম লিতু জানান, নোংরা পরিবেশে থেকে যেভাবে এরা ২ ভাই বোন কষ্ট করে তা অবর্ণনীয়। তিনি বলেন আরেকভাই নিজে প্রতিবন্ধি হয়েও প্রতিবন্ধি ২ ভাই বোন ও পরিবারের জন্য ভ্যান নিয়ে কঠোর পরিশ্রম করছেন।
তিনি বলেন, তারা যেভাবে মানবেতর জীবনযাপন করে তা কল্পনা করা যায় না।

সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, সিঙ্গী গ্রামের লিপনেরা ৩ ভাই বোন শারীরিক প্রতিবন্ধি। অভাব তাদের নিত্যসঙ্গী। তারা বিনা চিকিৎসায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করে থাকে।
তিনি আরো জানান, ইতোমধ্যে শিমুল ও লিপিকাকে প্রতিবন্ধি ভাতার কার্ড করে দেয়া হয়েছে। আগামীতে লিপনেরও জন্যও একটি ভাতার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button