কোটচাঁদপুরে বিভিন্ন মামলায় নারীসহ ১২জন গ্রেফতার
#কাজী মৃদুল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে মাদক, বিষ্ফোরক ও বিভিন্ন মামলায় নারীসহ মোট ১২ আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার ঝিনাইদহ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরান আলম বলেন- কোটচাঁদপুর উপজেলার বড়বামুন্দা গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুর রশিদ (২০)কে সোমরার রাতে বড়বামুন্দা রেলগেট এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ এবং কালিগজ্ঞের নিশ্চিতপুর গ্রামের জগিন দাশের ছেলে সোহেল (২০)কে ৪০ গ্রাম গাঁজাসহ এলাঙ্গী ইউনিয়নের ভূমি অফিসের সামনে থেকে আমার (পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরান আলম) নেতৃত্বে আটক করা হয়। এদের বিরুদ্ধে দুইটি পৃথক মাদক মামলা হয়েছে।
এছাড়া গত সংসদ নির্বাচনের আগ মূহুর্তে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে গোবিন্দপুর আওয়ামীলীগ অফিসে ভাংচুর ও নৌকা প্রতিক পুড়ানো মামলার ৬জন আসামীকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে। এরা হচ্ছেন উপজেলার হরিন্দিয়া গ্রামের মহিউদ্দীন লিটু (৪০), আসাদুল হক (৩৫), আঃ রহিম (৭০), বলাবাড়িয়া গ্রামের আশরাফুজ্জামান তোতা (৪৮), রায়হান উদ্দীন (৫৫), আঃ সালাম (৪৩)। এছাড়া ৪২০ ধারা মামলায় তালসার গ্রামের শওকত লষ্কার (৬০) ও তার ছেলে আরিফুল ইসলাম তুষার এবং মেয়ে চুমকী খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের সকলকে দুপুরে ঝিনাইদহ আদালতে সোপর্দ করেছে পুলিশ।