অন্যান্য

১২৪ ভিওআইপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করলো বিটিআরসি

#ঝিনাইদহের চোখঃ

নির্দিষ্ট সময়ে লাইসেন্স নবায়ন না করা এবং বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন কারণে ১২৪টি ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৭ আগস্ট) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ১২৪ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টি প্রতিষ্ঠান সরকারের বকেয়া পাওনা পরিশোধ ও যথাসময়ে নবায়ন করেনি। ১৮টি প্রতিষ্ঠান যথাসময়ে আবেদন না করায় তাদের লাইসেন্স নবায়ন করা সম্ভব হয়নি।

১২৪টি ভিএসপি লাইসেন্সের কোনো বৈধতা না থাকায় প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়ে লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে।

আগামী এক মাসের মধ্যে সরকারের সব বকেয়া পাওনা পরিশোধ করা না হলে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিটিআরসি।

বিটিআরসি তথ্য অনুযায়ী, ১২৪টি লাইসেন্স বাতিল করার পর বর্তমানে লাইসেন্স সংখ্যা দাঁড়ালো ৬৪৯টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button