সরকারের সমালোচনায় বাধা নেই: বিবিসিকে প্রধানমন্ত্রী
#ঝিনাইদহের চোখঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতা অতীতের আর যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি।
লন্ডনে বিবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রধানমত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের এবং জনগণের নিরাপত্তার স্বার্থে কোনো উস্কানির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হয়, কিন্তু শুধুমাত্র সরকারের সমালোচনা করতে কাউকে বাধা দেয়া হয় না ।
বিবিসির মানসী বড়ুয়ার সাথে দীর্ঘ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ও সিটি করপোরেশনের ভূমিকা, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, অনাদায়ী ব্যাংক ঋণ, দেশে গণতন্ত্রের চর্চ্চা, প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং হেফাজতে মৃত্যু ও নির্যাতন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমসাময়িক এসব বহুল আলোচিত ইস্যু নিয়ে দেখুন বিবিসি বাংলার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার। বিবিসি বাংলা