ঝিনাইদহ সদর
ঝিনাইদহে কিশোরীর আত্মহত্যা

#রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার রিশখালি কেষ্টপুর গ্রামের ১২ বছরের নিলা ঘরের ভিতর বাঁশের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত নিলা আক্তার বাদপুকুর গ্রামের দিন মজুর মঙ্গল মিয়ার মেয়ে। সে রিশখালি কেষ্টপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।
নিহত নিলার বাবা মঙ্গল মিয়া জানান, গতবছর নিলার মায়ের সাথে ডিভোর্স হয় তার। তারপর নিলার মায়ের আবারো বিয়ে হয়। নিলা মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতো।
নিলার পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নিলা মানসিক রোগী ছিল। এবিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলি বুড়ো জানান, ১২ বছরের মেয়ে নিলা গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে। সে মানুষিক বিকারগ্রস্থ ছিল।