মহেশপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালী ও লিফলেট বিতরণ
#শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ
জেলা পুলিশের উদ্যোগে শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুরে “ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এ শ্লো-গান নিয়ে সকল মশার আবাসস্থল এবং প্রজনন ক্ষেত্র ধবংস করি, আতংকিত না হয়ে আসুন সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি এনিয়ে মহেশপুরে র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বিকাল ৫টায় থানা চত্তর থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এ শ্লো-গান নিয়ে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করা হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, কোটচাঁদপুর সার্কেলের এএসপি কনক কুমার দাস, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ইন্সেপেক্টর (তদন্ত) আমান উল্লা হক, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ঠ সমাজ সেবক মীর সুলতানুজ্জামান লিটন, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, পান্তাপাড়া ইউপি ইসমাইল হোসেন প্রমুখ।