ঝিনাইদহ ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সাগর নির্বাচিত হয়েছেন। সংগঠনের ১৯ টি পদের বিপরীতে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৩৭৭৮ ভোটের মধ্যে ৩৩১৮জন তাদের ভোটাধিকার প্রদান করেন।
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন রবিউল হোসেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে দাউদ হোসেন স্টেয়ারিং প্রতীকে ১৬১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাসুদ রানা প্রাইভেটকার প্রতিকে ১৫৯০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আনু মিয়া মন্টু মন্ডল গরুর গাড়ি প্রতিকে ১৫০৩ ভোট পেয়ে ১ম, আসাদুজ্জামান আশিক দেয়াল ঘড়ি প্রতিকে ১০৪৩ ভোট পেয়ে ২য় ও হাসু বিশ্বাস ট্রাক প্রতিকে ১০১৭ ভোট পেয়ে ৩য় হয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সাগর লাঙল প্রতিকে ১৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী অলিয়ার রহমান পেয়েছেন দোয়েল পাখি প্রতিকে ১৪৫৪। যুগ্ম সম্পাদক পদে লায়ন হাসান বিপুল শেখ বালতি প্রতিকে ১২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বছির উদ্দীন বটগাছ প্রতিকে পেয়েছেন ৯৪৬। ২টি সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তফা মিয়া হাতপাখা প্রতিকে ৯২১ ভোট পেয়ে নির্বাচিত (১ম) ও আকরাম হোসেন হারিকেন প্রতিকে ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত (২য়) হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে কাজী ওবায়দুল (মুন্না) হরিণ প্রতিকে ১৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আরিফুল ইসলাম আরিফ মই প্রতিকে ৯৯০ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম চশমা প্রতিকে ১৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আলতাফ হোসেন মন্টু তালা প্রতিকে ৯৪৬ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে সাজেদুল ইসলাম দোয়াত কলম প্রতিকে ১৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আলম মিয়া টায়ার প্রতিকে ১৪৮৮ ভোট পেয়েছেন।
প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম প্রজাপতি প্রতিকে ১৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী পিকুল রহমান পানির জগ প্রতিকে ১২৭৮ ভোট পেয়েছেন।
শ্রম কল্যান সম্পাদক পদে মেজবাহ চেয়ার প্রতিকে ১৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আফাউল ইসলাম মন্টু ১১২৯ ভোট পেয়েছেন।
ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক পদে নয়ন হোসেন মিন্টু টুপি প্রতিকে ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বাদশা মিয়া হাতুড়ি প্রতিকে পেয়েছেন ৮৭৮ ভোট।
কার্যকরী সদস্য হয়েছেন আনোয়ার হোসেন সিলিং ফ্যান প্রতিকে ৯৮১ ভোট, মোক্তার হোসেন খেজুর গাছ প্রতিকে ৯৭০ ভোট, তোতা মিয়া হাতি প্রতিকে ৯৪৪ ভোট, ময়েন উদ্দীন ময়না গাভি প্রতিকে ৮৮৭ ভোট ও কালাম হোসেন গামছা প্রতিকে ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন।