মহেশপুর

মহেশপুরে “আলোর দিশারী” গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন

#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ

“বই মানুষের সর্বোৎকৃষ্ট সঙ্গী, আসুন বই কে সঙ্গী করি” এই স্লোগানকে সামনে রেখে বাথানগাছি আলোর দিশারী গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় লাইব্রেরীর সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ডের মেম্বার রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক ওয়ালিউল ইসলাম বলেন, বই মানুষের সবচেয়ে কাছের বন্ধু। শুধু শিক্ষাই পারে ধনী-গরীব দল মত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষকে একই কাতারে নিয়ে আসতে। তাই সকল মানুষকেই বই পড়া উচিত। তবে আমাদের লাইব্রেরির উদ্দেশ্য শুধু বই পড়া না। পড়াশোনার পাশাপাশি এলাকার সামাজিক কার্যক্রম করাও এই লাইব্রেরির অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি শফিদুল ইসলাম চেয়ারম্যান বলেন, শিক্ষার কোন বয়স নেই। তবে শুধু বই পড়লে যে মানুষ জ্ঞানী হতে পারে তা নয়। তাই যারা প্রাতিষ্ঠানিক পড়াশুনা করতে পারেনি এই লাইব্রেরী হতে পারে তাদের জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। লাইব্রেরীর কাজ এখনো সম্পন্ন হয়নি। তাই লাইব্রেরীর উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করব। তবে দীর্ঘদিন এই লাইব্রেরী চালানোর জন্য অবশ্যই সরকারি সহযোগিতা দরকার হবে। এজন্য তিনি উপজেলা প্রশাসনের সাহায্যের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রবিউল ইসলাম,সদর আলী মাস্টার,আবু তালেব, কামরুল হাসান প্রমুখ।

মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button