নির্বাচন ও রাজনীতি

বঙ্গবন্ধুর খুনিদের দেশে আনার চেষ্টা চলছে -এমপি আনার

#মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ

মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেক মুজিব সহ ১৫ আগষ্টের পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এসে আদালতে রায় কার্যকর করা হবে।

এ জন্যে জননেত্রী শেখ হাসিনার সরকার জোরে সোরে কুটনৈতিক তঃপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম আনার।

গতকাল বুধবার সকাল ১০ ঘটিকায় মোবারকগঞ্জ চিনিকলে ১৫ আগষ্টের শোক ও ২১ আগষ্টের গ্রেনেট হামলায় শহীদদের স্মরণে সুগার মিল কর্তৃক আয়োজিত শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তাদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এমপি আনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মোচিকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার করিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় এমপি আনার আরো বলেন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকা কালে পরিকল্পিত ভাবে আওয়ামীলীগকে নের্তৃত্বশূন্য করার জন্যে জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগষ্ট গ্রেনেট হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সে দিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ অসংখ্য নেতা কর্মী হতাহত হয়। এই গ্রেনেট হামলার ঘটনায় যারা জড়িত তারা কেওই রেহাই পাবে না।

মোচিকের ডিজি কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিকী (ঠান্ডু) পৌর মেয়র আশরাফুল আলম, জেলা পরিষদ সদস্য মোদাচ্ছের হোসেন, জাহাঙ্গীর হোসেন (সোহেল), কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভীন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন ও দরকষাকশি সম্পাদক মোচিক সিবিএ সভাপতি মোঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) গোলাম কবির, মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কারখানা) মোঃ সাইফুদ্দীন আহম্মদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button