কোটচাঁদপুরে হতে ৯ বছরের প্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে
#হাসানুর রহমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া গ্রাম হতে একটি প্রতিবন্ধী শিশু হারিয়ে গেছে। শিশুটির বয়স ৯ বছর। শিশুটির নাম রনি।
গত ২২ শে আগষ্ট প্রতিদিনের ন্যায় শারীরিক প্রতিবন্ধী শিশুটি বাড়ী হতে বের হয় গৌরিনাথপুর প্রতিবন্ধী স্কুলে যাবার জন্য। স্কুল থেকে ১২.২০ ফিরে বাসার সামনে খেলা করছিল। ছেলেটির দাদি আনোয়ারা খাতুন (৫৫) তাকে বাড়ি আনার জন্য যায় তখন ১২.৪৫ মিনিটের সময় থেকে আশ পাশে অনেক খোজাখুজির পর আর তাকে পাওয়া যায়নি।
ছেলেটির বাবা সহ সকল আত্বীয় স্বজন খোজাখুজি করে কোথাও না পেয়ে, আজ ২২ আগষ্ট শিশুটির পিতা সাংবাদিক মোঃ আনোয়ার জাহিদ জামান, কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়রী করে। ডায়রী নং ৯২৫। ছেলেটির গায়ের রং শ্যামলা, শরিরের গড়ন হালকা পাতলা লম্বা আনুমানিক ২ফুট ৩ ইঞ্চি, গোলগাল মুখমন্ডলের অধিকারী। তার পরনে ছিল হাফপ্যান্ট ও গোলগলা গেঞ্জি। শিশুটির পিতা ছেলেটিকে কেউ খুজে দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছেন।
কেউ শিশুটিকে পেলে ০১৭১৬-৫৩৭০৭১ মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য শিশুটির পিতা অনুরোধ করেছেন।