পাঠকের কথা
আমি বিজেতার—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
আমি আমার জাতি ও বিজেতার
অস্তিত্ব বহন করি।
আমার অস্তিত্ব মেলে সংস্কৃতির পরতে পরতে,
সব পরতে নয়।
আমার জাতি নিন্দনীয়,বিজেতা প্রশংসনিয়
যদিও আমার মধ্যে তাঁর আসা।
এই ডেরায় দৃষ্টি বেড়ায় না,বেড়ায় বিজেতার আলয়ে
আমি এখন স্বাধীন।
ক্রমচক্রে; শোষণখোর,অাধিপত্যবাদি,
আমার অস্তিত্ব’পর,তাঁদের অস্তিত্বের সীল।
রূপান্তর ; শাসন প্রজনন ক্রিয়ায় অস্তিত্বের মৌলিকতা
বিজেতার।
হারিয়ে গেছে আমার; ভাষা, সুর, আচারাচার,
খাদ্যাভাস,আবাস,বিশ্বাস বিজেতার সংস্কৃতি উপস্থাপণে।
আমিএখন; আমি নই,আমি বিজেতার সংস্কৃতিও।