ক্যাম্পাস

ইবির ট্যুরিজম বিভাগে মতবিনিময় সভা

#ঝিনাইদহের চোখঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ‘শেয়ারিং ভিউস’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিভাগের শ্রেণীকক্ষে দেশের পর্যটন শিল্পের বিকাশে সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজনমেন্ট বিভাগের অধ্যাপক ড. আনন্দ মোহন পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. রুহুল আমীন, ড. আনন্দ মোহন’র সহধর্মিণী শিউলী পাল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,’ তথ্যের ভিত্তিতে সকল সিদ্ধান্ত নিতে হবে তাহলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের সম্পদকে সবার মাঝে তুলে ধরার যোগ্যতা ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীদের আছে। এ বিভাগের শিক্ষার্থীরা প্রত্যেকে একেকটি ডায়মন্ড,যা বাজারজাত, ফিনিশ হয়নি। এটা ধারালো, পালিস করে কাজে লাগাতে হবে।

বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম মাহী ও আসিফ অনিন্দের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম ও জেসমিন আক্তার। এসময় অতিথিদের মাঝে বিভাগের বিভিন্ন কর্মকান্ডের ভিডিও ফুটেজ প্রদর্শিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button