ঝিনাইদহের খালিশপুর বাজারের বর্ণাঢ্য ইতিহাস
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরাতন বাজার গুলোর মধ্যে অন্যতম পুরাতন বাজার খালিশপুর। বাজারটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তা তেমন কেউই বলতে পারেনি।
স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা গেছে, বাজারটি কপোতাক্ষ নদীর পাড়ে অবস্থিত। এখানেই নীল কুঠি রয়েছে। এখানে নদীর তীরে বড় বড় বানিজ্যিক জাহাজ ভিড়তো। তাই ধারনা করা হচ্ছে, বাজারটি ইংরেজ শাসন আমলেই প্রতিষ্ঠিত হয়েছে।
বাজারটি সম্পর্কে আরো ধারনা নিতে জানা গেছে, বাজারটিতে একটি বহমুখি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। যা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত করা হয়েছে। সে হিসাবেও বাজারটি বয়স নেহাত কম নয়। বাজারটি জেলার কালিগঞ্জ-জীবননগর সড়কের খালিশপুর নামক স্থানে এবং জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নে অবস্থিত।
খালিশপুর বাজারটির পাশেই ছোট একটি গ্রাম খর্দ্দ-খালিশপুর এখানে ঝিনাইদহের গর্ব বাঙালির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’র বাড়ি। বর্তমানে বাজারের পাশে বিজিবি-৫৮, প্রতিষ্ঠিত হওয়ায় জায়গাটিকে আরো পরিচিত করেছে।
বাজারটিতে জনৈক কেষ্ট নামের ব্যাক্তির চমচম মিষ্টি ব্রিটিশ ও পাকিস্থানী সময়ে যতেষ্ট নাম করেছিল। যা আজো বাজারের মিষ্টি তৈরির কারিগররা তার নাম স্বরন করেন।