নির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহে যুব ইউনিয়ন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#আরিফুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ যুব ইউনিয়ন এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঊপলক্ষে ঝিনাইদহ জেলা কমিটি স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য যুবনেতা আবু তোয়াব অপু, জেলা কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা মেহেদী হাসান জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সাধারণ সম্পাদক শুভ রায় প্রমুখ।
অনুষ্ঠান থেকে দেশের সকল জনগনকে বাংলাদেশ যুব ইউনিয়ন এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয় এবং যুব সমাজ তথা কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।